এপ্রিল মাসে অবৈধ হ্যান্ডসেটে আর সিম চালু হবে না। বাইরে থেকে বৈধ মোবাইল ফোন এবং বাংলাদেশের বৈধভাবে উৎপাদিত হ্যান্ডসেট চালু করা যাবে। এবং আপনারা যদি বিদেশ থেকে 1 বছর বা ছয় মাস ধরে হ্যান্ডসেট ব্যবহার করছেন – এই হ্যান্ডসেটগুলো বন্ধ হয়ে যাবে।
অবৈধ সেটগুলো বন্ধ হলে আমাদের অর্থনীতি অনেক উন্নত হবে। নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির ন্যাশনাল রেজিস্টার নিবন্ধিত সিম চালু হবে। বর্তমানে আমাদের দেশে যত নতুন ফোন আসবে তা বাজারে আসার আগে এনআইআর নিবন্ধিত হবে। কোন গ্রাহক মোবাইল ফোন কিনতে গেলে ফোনটির আই এম আই নম্বর ফ্রি এসএমএস এর মাধ্যমে 16002 নাম্বারে পাঠিয়ে জানতে পারবেন। ফোনটি বৈধ না অবৈধ।
হ্যান্ডসেট বন্ধ করার জন্য প্রায় 30 কোটি টাকার যন্ত্রপাতি কিনতে বিটিআরসির নির্দেশনা যা গত বৃহস্পতিবার অর্ডার দেয়া হয়েছে। কাজটি পেয়েছে সিনেসিস আইটি লিমিটেড। আগামী 2 ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন করতে হবে। চুক্তির 120 দিনের মধ্যে ব্যবস্থা চালু করতে হবে। ধারণা করা হচ্ছে, এপ্রিল মাসের মধ্যে চালু হবে।
বিটিআরসির উপ পরিচালক জাকির হোসেন বলেছেন, গণমাধ্যমে দ্রুত সময়ের মধ্যে অবৈধ হ্যান্ডসেট বন্ধ কার্যক্রম চালু করবে। যন্ত্রপাতি আসলে অবৈধ কোন হ্যান্ডসেট বাজারে থাকবে না। কোন মানুষ যদি ভুল করে কিনে ফেলে ফোনটি চালু করতে পারবে না। জানা গেছে, বিটিআরসি 2012 সালে প্রথম উদ্যোগ নেয়। অবৈধ হ্যান্ডসেট বন্ধ প্রক্রিয়া নানা কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নতুন বছরে একটি কোম্পানিকে নির্বাচিত করার মাধ্যমে পরিকল্পনার বাস্তবায়ন করবে।
এর মাধ্যমে দেশের অবৈধভাবে আমদানি ও উৎপাদিত সেট তথ্যভাণ্ডারের মোবাইল নেটওয়ার্কে চালু হওয়া ফোনের আইএমইআই মিলিয়ে দেখা হবে। অবৈধ বা চুরি করা সেট চালু করা যাবে না। এই কারণে মোবাইলফোন অনেক কম চুরি হবে। কারণ মোবাইল ফোন চুরি করে যদি চালু না করতে পারে তাহলে আধুনিক প্রযুক্তির কারণে ফোন চুরি বন্ধ হয়ে যাবে। কিভাবে বুঝবেন আপনার স্মার্টফোনটি বৈধ কিনা।
যাচাই করার পদ্ধতি হল মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে 15 ডিজিটের আই এম আই নম্বর লিখে পাঠাতে হবে 16002 নম্বরে। পরে আপনার ফোনে যে এসএমএসটা আসবে তখন আপনি বুঝতে পারবেন আপনার ফোনটা বৈধ না অবৈধ। আপনি চাইলে মোবাইল ফোন এর প্যাকেটের উপরে আইএমআই কোড নাম্বারটি থাকে। এছাড়া *#06# ডায়াল করে আই এম আই নম্বর জানতে পারেন।
আপনারা সবাই ভাবছেন এত বিদেশী মানুষ কিভাবে হ্যান্ডসেট আনবে। চিন্তার কোন কারণ নাই। বিটিআরসি জানিয়েছে, এন আর আই চালু হলে মানুষ বিদেশ থেকে হ্যান্ডসেট আনতে পারবে। কিন্তু সেটা নিবন্ধন হতে হবে। নিবন্ধনের জন্য ব্যবস্থা রাখবে বিটিআরসি। বিমানবন্দরে এই সুবিধাটি পাবেন।
পাশাপাশি বিটিআরসিতে বৈধ কাগজপত্র দেয়া হবে আপনি চাইলে বিটিআরসি তে যোগাযোগ করে নিবন্ধন করে নিতে পারবেন। বিটিআরসি আরো বলেছে, একজন মানুষ বিদেশ থেকে আসার সময় সর্বোচ্চ দুটি ফোন নিয়ে আসতে পারবে। যদি এর বেশি হ্যান্ডসেট নিয়ে আসে তাহলে ট্যাক্স দিতে হবে। প্রবাসী ভাইয়েরা আপনাদের কোন চিন্তার কারন নাই। সরকার আপনাদের জন্য সুব্যবস্থা করবে।