বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছেন কিন্তু গুগল ক্রোমের নাম শোনেননি এমন লোকের সংখ্যা খুব কম হবে। গুগল ক্রোম হলো ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার। বর্তমানে প্রায় সকল কাজে ওয়েব ব্রাউজারের মাধ্যমে করা যায়।
যেমন ধরুন আপনি এখন কোন ছবি এডিট করবেন বা কোন একটি টেক্সট সহ ছবি তৈরি করবেন। তাহলে এখন আপনার কি লাগবে। একটি অফলাইন সফটওয়্যার অর্থাৎ এডোবি ফটোশপ।
কিন্তু ধরুন আপনার কম্পিউটার ফ্রেশ এখন আপনার কম্পিউটারে এডোবি ফটোশপ সফটওয়্যার টি ইন্সটল করা নাই। তাহলে আপনি এখন কি বসে থাকবেন। কখনো হতে পারে না। আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং একটি ব্রাউজার থাকে তাহলে আপনি অনলাইন থেকে এডোবি ফটোশপের টুলস এর সাহায্যে সহজেই এডিট করে নিতে পারেন।
অর্থাৎ এডোবি ফটোশপ এখন সরাসরি অনলাইনে কাজ করে। তাছাড়া ধরুন আপনার কোন কিছু লেখার প্রয়োজন হচ্ছে। কোন কিছু লেখার জন্য আপনার মাইক্রোসফট ওয়ার্ড দরকার। কিন্তু কম্পিউটারে মাইক্রোসফ্ট ওয়ার্ডে ইন্সটল করা নাই তাহলে কি করবেন এখন।
অনলাইন থেকেই গুগোল ডকস এর সাহায্যে আপনার লেখালেখির কাজগুলো সেরে নিতে পারেন। তাছাড়া অনেক ওয়ার্ড টুলস পাওয়া যায় অনলাইন থেকে অনলাইনে এডিট করার জন্য।
অনেক বেশি কথা বলে ফেললাম ইন্টারনেট ব্রাউজিং নিয়ে। কিন্তু মূল কথা হলো গুগল ক্রোম খুবই সিম্পল এবং লাইট স্পিড একটি সফটওয়্যার যা এখন জনপ্রিয়তার তুঙ্গে। প্রচুর সুবিধা সম্বলিত দ্রুতগতির ব্রাউজিং সুবিধা উপভোগ করার জন্য গুগল ক্রোম এর কোন বিকল্প নাই।
এর অনেকগুলো অসুবিধায় রয়েছ এগুলো আপনি ইন্টারনেট ঘেঁটে দেখে ফেলতে পারেন কিন্তু এবারের আপডেটে তারা একটু ভিন্ন রকম পরিবর্তন আনতে যাচ্ছে। ক্রোম এর পাসওয়ার্ড পুনঃনিরীক্ষণের ফিচারটি কে তারা আরো ভালো ভাবে সাজিয়েছে।
তারা এই ফিচারের মাধ্যমে আপনার সংরক্ষন করা পাসওয়ার্ড পুনঃনিরীক্ষণের পাশাপাশি অতিরিক্ত সুরক্ষা ফিচার যোগ করেছে। আপনি যখন কোন একাউন্টে লগইন করেন তখন আপনাকে নিশ্চয়ই পাসওয়ার্ড দিতে হয়। বারবার পাসওয়ার্ড দেওয়া থেকে মুক্তির জন্য গুগল ক্রোম আপনাকে পাসওয়ার্ড সংরক্ষণ করার অপশন দেয়।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই পাসওয়ার্ডে যদি অন্য কারো হাতে চলে যায় এবং পাসওয়ার্ডের তথ্য ফাঁস হয়ে যায় তাহলে তো ঘোর বিপদ। আর এই জন্য এই গুগোল এর পাসওয়ার্ড ম্যানেজার গ্রাহকের তথ্য সুরক্ষায় পাসওয়ার্ড সংরক্ষণ এবং পরিবর্তনের এই উদ্যোগ।
গুগল ক্রোম এই আপডেটের মাধ্যমে আরেকটি সুবিধা যোগ করতে যাচ্ছে সেটি হলো কোনো গ্রাহকের সংরক্ষণ করা পাসওয়ার্ড দিয়ে তৃতীয় পক্ষের হাতে চলে যায় তাহলে এই নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকের স্মার্টফোনের একটি পপ-আপ নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
তাছাড়া গ্রাহকদের ফাঁস হওয়ার পাসওয়ার্ড এবং পরবর্তী পাসওয়ার্ড গুলো দেখতে চাইলে সেগুলো কপি করে রাখতে পারবেন এবং তার সাথে উপযুক্ত প্রমাণ দিয়ে সহজেই তার পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন।
এবার আসি তাহলে আপনার এই ফিচারটি উপভোগ করতে হলে কি করতে হবে। প্রথমেই আপনার ওয়েব ব্রাউজারের সার্চ বারে chrome://flags লিখে সার্চ করতে হবে। তারপর সার্চ রেজাল্টের ইন্টারফেসে Bulk Password Check অপশনটি Enable করে ক্রোম ব্রাউজার রিস্টার্ট দিলেই এই ফিচারগুলো চালু হয়ে যাবে।