আমরা সবাই জয়তুন সম্পর্কে জানি। জয়তুন খুবই উপকারী একটি তেল। তাছাড়াও এর উপকারের কোন শেষ নেই। প্রাচীনকাল থেকেই জয়তুন তেলের ব্যবহার করা হচ্ছে। আমরা অনেকেই অলিভ অয়েলকে জয়তুন তেল মনে করি। কিন্তু অলিভ অয়েল তেলের সাথে জয়তুন তেলের অনেক পার্থক্য রয়েছে। জয়তুন তেল সাধারণত কালো জাতের জলপাই থেকে তৈরি করা হয়।
পবিত্র কুরআন শরীফে ও জয়তুন তেলের কথা রয়েছে। মহানবী হযরত মোহাম্মদ সাঃ এর উপরে হাদিস নাযিল হয়েছে।
জয়তুন তেলের উপকারিতা
- রক্তের কোলেস্টেরল দূর করে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
- ভিটামিনের অভাব পূরণ করার জন্য জয়তুন তেল খাওয়া যেতে পারে।
- যাদের বাতের ব্যাথার রয়েছে তাদের জন্য নিয়মিত জয়তুন তেল খাওয়া প্রয়োজন।
- যাদের ক্যান্সার রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জয়তুন তেল।
- মানব শরীরের রক্তশূন্যতার ক্ষেত্রে অনেক উপকারী জয়তুন তেল।
- চুলের সৌন্দর্য বাড়াতে জয়তুন তেলের জুড়ি নেই।
- এছাড়াও যৌন শক্তি বৃদ্ধির জন্য এবং প্রজনন প্রক্রিয়া বাড়ানোর জন্য জয়তুন তেল খুবই উপকারী।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
সাবধানতা: করোনাকালীন সময়ে অবশ্যই পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) পরিধান করবেন।